
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে সর্ব সম্মত অনাস্থা প্রস্তাব গৃৃহীত হয়েছে। বুধবার বিকাল ৩.৩০ টায় কুল্যা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিশেষ সভায় এ প্রস্তাব গৃহীত হয়।
কুল্যা ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বার ও মহিলা মেম্বারের সকলেই ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ ধারার বিধান মোতাবেক অনাস্থা প্রস্তাব আনয়ন করেন। তদপ্রেক্ষিতে উক্ত আইনের ৩৯(৫) ধারা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) বিশেষ সভা আহবান করেন। প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বিশেষ সভায় সকল (১২ জন) ইউপি সদস্য এবং ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। সভায় সকল (১২ জন) সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। ফলে সভায় সর্বসম্মত ভাবে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।