
এ কে হাসান :::
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এক গৃজবধু ৬ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তার কোন খোজ না পেয়ে তার পুত্র থানায় জিডি করেছেন।
গদাইপুর গ্রামের নূর উদ্দীন খোকনের স্ত্রী ফজিলা বেগম (৬৫) এর উপর দীর্ঘদিন জ¦ীনের আসরে ভর করেছিল। ফলে বিভিন্ন সময় বাড়ী থেকে এদিক ওদিক চলে যেত। আবার নিজের ইচ্ছায় ফিরে আসত। গত ০১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ীর কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে চলে যান। বহু খোঁজা-খুজির পরেও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে তার পুত্র বিল্লাল হোসেন আশাশুনি থানায় রবিবার ২৫৮নং সাধারণ ডায়েরী করেছেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৩১৬-০০৯০০২নং মোবাইলে যোগাযোগ করার জন্য অসহায় পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।