
স্টাফ রিপোর্টার :
জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকরা।
রোববার বিকাল সাড়ে চার টার দিকে খাজরা বাজারে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, খাজরা গ্রামের আনিস সরদার ও হান্নান সরদার। এ ঘটনায় পুলিশ ইয়াকুব হোসেন নামে একজনকে আটক করেছে।
খাজরা ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম জানান, তার সমর্থকরা খাজরা বাজারে নির্বচনী প্রচার করার সময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রুহুল কুদ্দুসের নেতৃত্বে তার বাহিনী তার সমর্থদের উপর হামলা করে। এ ঘটনায় তার দুই সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে
পাশ্ববর্তী জাগিরমহল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সাথে জড়িত ইয়াকুব হোসেন নামে একজনকে ধরে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ একজনকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।