
এস কে হাসান ::
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের নয়াবাদ গ্রামে ঘেরের বাঁধ বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আক্রমণে ৪ জন আহত হয়েছে। গুরুত্বর আহত স্বপনকুমারকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে নয়াবাদ গ্রামের অনিল কৃষ্ণ রায়ের পুত্র স্বপন কুমার রায় কাপসন্ডা মৌজায় মন্টু সাহেবের ৩৮০ বিঘা মাছের ঘেরে শ্রমিকের কাজ করতেন। ২১ শে মার্চ সকাল ৮ টার দিকে তিনি ঘেরে কাজ করছিলেন । ঘেরের পূর্ব পাশে তার সাড়ে তিন বিঘা নিজস্ব ঘেওে তার পুত্র ও কাজ করছিল। এ সময় একই গ্রামের তাপস মনোজ পিতা অরুণ রায় এবং মিস্ত্রি তাকে এসে বাঁধ বাঁধতে নিষেধ করে এবং ঢিল ছুড়ে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার চিৎকারে তার পিতা স্বপন ঘটনাস্থলে গেলে মনোজ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং অন্যদেরকেও ব্যাপক মারপিট করে । মনোজ পড়ে গেলে আক্রমণকারীরা হুমকি-ধামকি দিয়ে চলে যায় । এতে স্বপওে স্ত্রী শ্যামলী ও আহত হয় । গুরুত্বর আহতদেরকে বেলা ১০টার দিকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আশাশুনি থানা কে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল ।
##