আশাশুনির খাজরায় বিশ্ব পানি দিবস উদযাপিত


578 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনির খাজরায় বিশ্ব পানি দিবস উদযাপিত
মার্চ ২১, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গোপাল কুমার মন্ডল, আশাশুনি ::
আশাশুনির খাজরায় বিশ্ব পানি দিবস’১৮ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কনসার্ল ওয়ার্ন্ড ওয়াইডের এর অর্থায়নে সুশিলনের আয়োজনে উপজেলার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন হতে মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ’র নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদার রহমান। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কনসার্ল ওয়াল্ড ওয়াইড এর প্রতিনধি নুসরাত ইসলাম খান, সহকারি শিক্ষক আকুল চন্দ্র মন্ডল, আজহারুল ইসলাম, সুভাষ চন্দ্র মন্ডল, ১০শ্রেণীর ছাত্রী প্রিয়াংকা রাণী প্রমুখ। সুশিলনের উপজেলা ম্যানেজার সাধন মন্ডল পরিচালনায় অন্যান্য কর্মকর্তা সহ দিবসটি উদযাপনে উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
##