
গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনির খোলপেটুয়া নদী থেকে অর্ধমৃত অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে কাঁকড়া শিকারীরা। মুমুর্ষ অবস্থায় তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়। তার জ্ঞান ফিরলেও সে ঠিকভাবে কথা বলতে পারছিল না। ক্ষীনস্বরে কোনরকমে তার নাম ঠিকানা বলতে পারলেও সে কিভাবে নদীতে গেল ও তার গলায় ফাঁস লাগানোর দাগ কিভাবে হল, কারা তার এ অবস্থা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কাদাকাটি ইউনিয়নের মোকামখালী গ্রামের রনজিত সরকারের পুত্র অমল (৩০) বড়দল ইউনিয়নের বামনডাংগা গ্রামে তার শ্বশুর শ্যামল সানার বাড়ীতে আসে। এরপর তাকে গতকাল সাড়ে ১১টার দিকে গদাইপুর গ্রামের চেয়ারম্যান ডালিমের বাড়ী সংলগ্ন নদীতে অর্ধমৃত অবস্থায় ভাসতে দেখা যায়। কাঁকড়া শিকারী গদাইপুর গ্রামের জনৈক শহিদুল দেখতে পেয়ে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে থানায় দেখিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করে। এলাকাবাসির ধারনা দুর্বৃত্তরা তাকে মেরে মৃত্যু নিশ্চিত ভেবে তাকে নদীতে ভাসিয়ে দেয়। পুলিশ রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।