
এস কে হাসান ঃ আশাশুনি সদরের আসাদুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৩) দীর্ঘ দু’বছর যাবৎ হার্টের সমস্যায় ভুগছেন। সাংসারিক জীবনের শুরুর দিকে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার সুচিকিৎসার জন্য সহায় সম্বল খুইয়ে চেষ্টা চালিয়ে আসা হয়েছে। তার হার্ট ছিদ্র হয়ে গেছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি করুন যন্ত্রনায় শয্যাশায়ী হয়ে অসহায় ভাবে তাকিয়ে ভাগ্যের বিড়ম্বনা বুকে চেপে বোবা কান্নায় বুক ভাসিয়ে চলেছেন। অবিলম্বে তার হার্টের অপারেশন করা প্রয়োজন। এজন্য দুই থেকে আড়াই লক্ষ টাকার খরচ হবে। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা দুরূহ। কবি বলেছেন, ‘ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।’ পৃথিবীতে অনেক ক্ষেত্রে অসম্ভব বলে কিছু নেই। মানুষ মানুষের জন্য অনেক কিছু করতে পারে। তাই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা ও ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় অসম্ভবকে জয় করা সম্ভব হতে পারে। প্রয়োজন একটু সহানুভূতি ও সদিচ্ছা। তার স্বামী বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের কাছে এব্যাপারে সহযোগিতার আবেদন জানিয়েছেন। যাতে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা পেয়ে তার স্ত্রীকে সুচিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন। মানবিক আবেদনে সাড়া দিতে আগ্রহীরা যোগাযোগ করুন ঃ ০১৭৭৭-৫৫৮১৪২ (বিকাশ)।