
স্টাফ রিপোর্টার:
মাদক, সস্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় আলোর ভূবন মানব কল্যাণ সংস্থা নামক সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহানেওয়াজ ডালিম কে “নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক” ২০১৫ প্রদান করা হয়েছে। গত ৯জানুয়ারী শনিবার ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলর মেঘনা হলে সাতক্ষীরা, যশোর , নড়াইল সহ দেশের বিভিন্ন জেলা থেকে ২২জন চেয়ারম্যানকে “নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক” দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, আলোর ভূবন মানব কল্যাণ সংস্থার সভাপতি শাহ আলম চুনøু, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ নুরুজ্জামান সহ একাধিক কর্মকর্তা ছিলেন।
উল্লেখ্য চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহানেওয়াজ ডালিম ২০১১সালে ইউপি নির্বাচনে জেলার সবচেয়ে বেশি ভোট(দশ হাজার) পেয়ে নির্বাচিত হন এই যুবক। বর্তমানে তিনি আশাশুনি উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে খাজরা ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রত্যাশী। চেয়ারম্যান ডালিম সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।