
শেখ আসাদুজ্জামান (মুকুল), দরগাহপুর ঃ
আগামী ২২ মার্চ ইউনিয়ান পরিষদ নির্বাচনে দরগাহপুর ইউনিয়ানের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট ১১ জন প্রার্থী। দরগাহপুর ইউনিয়ানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশাশুনি ফ্যামিলি প্লানিং অফিসার জাহাঙ্গীর আলম আমাদের জানান এবার দরগাহপুর ইউনিয়ানের আওয়ামীলীগের শেখ মিরাজ আলী, বি.এন.পির শেখ তারিকুল হাসান এবং সতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন সাইফুল ইসলাম, আব্দুল রাজ্জাক, শরিফুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান জমির উদ্দিন, মাহবুবুর রহমান , হোসেন , আব্দুল বারী, সাইফুদ্দীন খান, প্রভাষক জাহঙ্গীর হোসেন । তাছাড়াও ৯ টি ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩৭ জন এবং রুমা সরকার নামে একজন শারিরিক প্রতিবন্ধী প্রার্থী সহ মোট ১৩ জন মহিলা মেম্বর পদে মনোনয়ণ জমা দিয়েছেন। উল্লেখ্য যে এবারের ইউনিয়ান পরিষদ নির্বাচনে দরগাহপুর ইউনিয়ানে ৯টি ওয়ার্ডে মোট ১৪,৭২৯ জন ভোটার আছেন।