
শেখ আসাদুজ্জামান মুকুল, দরগাহপুর ঃ
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ান পরিষদের ভবন থেকে শুরু করে পরিষদের ভেতরের রাস্তা দেখলেই বোঝা যাবে দরগাহপুর ইউনিয়ানের উন্নয়নের চিত্র। পরিষদের ঢোকার রাস্থা গত কয়েক বছর ধরে ভাঙ্গা । পরিষদের সেবার তালিকা সংবলিত বিলবোর্ড ও সিটিজেন চার্টার বোর্ড থাকলেও তা সংস্কারের অভাবে ভেঙ্গে পড়ছে। পরিষদের মূল ভবনে পেইন্টতো সেই কতো আগে উঠে গেছে, সাথে বাইরে প্লাস্টার অনেক জাগায় খসে খসে পড়েছে।
সরেজমিন গিয়ে দেখাগেছে, টয়লেট গুলোর অবস্থা আর বলার অপেক্ষা রাখেনা। ১০০ গজ দূরে বিদ্যুতের লাইন থাকলেও আন্তরিকতার অভাবে ১৮ বছরেও বিদ্যুতের লাইন লাগানো সম্ভব হয়নি।পাশের বাড়ি থেকে সাইড লাইন নিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তথ্য কেন্দ্রের কম্পিউটার কখোনো চলে কখনো চলে না, ল্যাপটপ তথ্যকেন্দ্রে থাকার কথা থাকলেও তা সরজমিনে দেখতে চাইলে পাওয়া যায়নি। খোজ নিয়ে জানা য়ায় যে, চেয়ারমান জমির উদ্দীন তিনি নিজে ল্যাপটপটি ব্যাক্তিগত ভাবে ব্যবহার করছেন। জন্মসনদ পত্র, ওয়ারেশকাম সার্টিফিকেট সহ অন্যান্ন পত্রে চেয়ারমানের স্বাক্ষর নিতে গেলে তার গ্রামমের বাড়ি পরিষদ থেকে ৪ কিলোমিটার দূরে যেয়ে স্বাক্ষর করে আনতে হয়। এমনকি বাৎসরিক উন্নয়ন বাজেট অধিবেশন দরগাহপুর ইউনিয়ান পরিষদে করার বিধান থাকলেও চেয়ারমান তার গ্রামের বাজারে করেন। এ ব্যাপারে কয়েকজন ওয়ার্ড মেম্বর আপত্তি দিলেও চেয়ারমান তার কোন গুরুত দেয়নি। যেখানে ইউনিয়ান পরিষদ হবে ইউনিয়ান উন্নয়নের মূল কেন্দ্র সেখানে এই যদি হয় দরগাহপুর ইউনিয়ান পরিষদের সেবা ও উন্নয়ন ধরন তাহলে পাঠক আপনারা ভাবুন জনগন কেমন সেবা পাচ্ছে এখান থেকে এবং কেমন হবে দরগাহপুর ইউনিয়নের উন্নয়ন চিত্র ??