
এস কে হাসান ::
জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার উদ্যোগে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বানভাসি দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১০ টায় ইউনিয়নের তালতলা বাজারে এই সমগ্রী বিতরণ করা হয়।
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার স্টাফ রিপোর্টার মীর আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন দৈনিক আমার সংবাদ পত্রিকা সাতক্ষীরা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাছুদুর জামান সুমন, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকা আশাশুনি প্রতিনিধি এস,কে হাসানপ্রমূখ।
এসময় ১৬০ পরিবারের মাঝে বীর মুক্তিযুদ্ধা কাজী নাসির উদ্দীনের নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।