
এস কে হাসান ::
আশাশুনি উপজেলার বামনডাঙ্গায় পাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবছরও পাগলের মেলায় কবিগানের আয়োজন করা হয়। কবি গান পরিবেশন করেন বিষ্ণু সরকার (দাকোপ), প্রতিদন্ধি কবিয়াল সমীরণ সরকার (নড়াইল)। মনিন্দ্র নাথ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা ইউপি সদস্য দিলীপ কুমার সানা, কালীপদ মন্ডল, আব্দুল জব্বার মধু, সহ-সভাপতি লিলাদিত্য কুমার, সম্পাদক অমল কৃষ্ণ সরকার, সহ-সম্পাদক কনক চন্দ্র বৈরাগী, কোষাধ্যক্ষ সুব্রত মন্ডল উপস্থিত ছিলেন। সার্বিক পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ সানা ও বুদ্ধদেব মাষ্টার।