
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার বুধহাটায় ইমারত নির্মাণ শ্রমিক সংঘের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বুধহাটা করিম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক সংঘের সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, যুবলীগ নেতা সাংবাদিক এম এম সাহেব আলি, লিটন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এস এম আমীর হামজা, বড়দল ইউনিয়ন কৃষকলীগ নেতা সোহরাব হোসেন, শ্রমিক সংঘের সিনিঃ সহ-সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, শ্রমিকলীগ নেতা হাতেম আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল হাসান, যুবলীগের ইজদান আলী, শ্রমিক সংঘের সেলিম রেজা, বিশ্বনাথ সরকার, গোলাম মোস্তফা, আক্তারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ এসকে রাজা ও বুধহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জি এম বাপ্পী।
##