
এস,কে হাসান :
আশাশুনির বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মত ভাবে কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এস এম আমীর হামজা, সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসান ইকবাল মামুন, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, দপ্তর সম্পাদক রমেশ চন্দ্র বসাক, যুব ও ক্রীড়া সম্পাদক বিকাশ চন্দ্র বাছাড়, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাসুম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমান। সভায় কার্য নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে সর্ব সম্মত ভাবে এস এম আমীর হামজাকে আহবায়ক, সচ্চিদানন্দদে সদয়কে সদস্য সচিব, এস কে হাসান, হাসান ইকবাল মামুন ও প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।