
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোকছেদ সরদার প্রতিপক্ষের অবৈধ জমি দখল চেষ্টা, হুমকী-ধামকী, চাঁদা দাবী ও বাসা ভাংচুরের প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকালে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোকছেদ সরদার জানান, তার পুত্র মফিজুল ইসলাম কাদাকাটি গ্রামের মৃত গোলম রব্বানীর পুত্র আঃ হাই এর নিকট থেকে ৩১/৭/১৭ তাং ২২৫৯ নং কোবালা দলিলে ২.৭৬ একর জমি ক্রয় করেন। তিনি দীর্ঘ ৫০/৬০ বছর জমিতে দখলিকার থাকা অবস্থায় জমি বিক্রয় ও দখল বুঝিয়ে দেন। এছাড়া আঃ হকের পুত্র মাছুদুল হকের নিকট থেকে ৫০ শতক, আঃ হকের বোন আছিয়ার নিকট থেকে ৬৬ শতক ও আঃ কাইয়ুম এর ওয়ারেশ ইকরামুলের নিকট থেকে ১.৩৩ একর জমি ক্রয় করেন। সেসব জমিতে ৭/৮ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে আছেন। সম্প্রতি আঃ সাহেবের ভাতিজা বেগম ও বানু, বেগমের পুত্র সান ও মুন, বেগমের স্বামী ইয়াকুব আলি উক্ত জমিতে তাদেও অংশ আছে দাবী কওে ষড়যন্ত্র শুরু করেন। এরই অংশ হিসাবে গত ১১/৩/১৮ তাং তারা দুপুর ১২.৩০ টার দিকে তাদেও (মোকছেদ) বাড়িতে গিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। না দিলে জীবন নাশের হুমকী প্রদান করে। ১২/৩/১৮ তাং তারা আরও লোকজন নিয়ে পুনরায় তাদেও বাড়িতে গিয়ে টাকা দাবী করেন। না পেয়ে ঘেরের বাসা ভাংচুর করেন এবং ৩ দিনের মধ্যে টাকা গুছিয়ে রাখতে বলে নানা হুমকী ধামকী দিয়ে চলে যায়। তিনি ফাকা বাড়িতে বসবাস করেন এবং গভীর রাতেও হুমকীদাতারা আশপাশে লোকজন নিয়ে ঘোরাফেরা করছেন দাবী করে মোকছেদ সরদার বলেন, তাদেও বিরুদ্ধে থানায় গতকাল (১৩/৩/১৮) তাং একটি সাধারণ ডায়েরী (নং ৫১৫) করেছেন। আইন প্রয়োগকারী সংস্থা তড়িৎ পদক্ষেপ না নিলে তারা যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পাওে বলে তারা উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
##