
গোপাল কুমার, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির বুধহাটা বাজারের তরকারী বাজার হইতে ঠাকুর বাড়ী পর্যন্ত রাস্তাটি জিন্ন দশায় পরিণত হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা দেখে, বেতনা নদীর জোয়ারের পানি উঠে বাজারের রাস্তা তলিয়ে যায়। কিছু পানি নেমে গেলেও কিছু পানি জমে থাকে। ফলে জনভোগান্তির আর সীমা থাকে না। রাস্তাটি দীর্ঘ ৭/৮ বছর আগে ইটের সোলিং করা হলেও এখনও পর্যন্ত তা আর সংস্কার করা হয়নি। রাস্তাটি দিয়ে যানবাহন তো দুরের কথা মানুষ চলাচলেরও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। রাস্তার দুধারের ব্যবসায়ীরা জানান, তাদের ব্যবসায় খুব মন্দা যাচ্ছে। এ সময় স্থানীয় লোকজন জানান, বুধহাটা একটি ইউনিয়ন হলেও এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বীমা, বিভিন্ন সংস্থা, আবাসিক, ক্ষুদ্র ও বড় ব্যাবসায়ীক প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে প্রতিদিন লোক সমাগম ঘটে। তাছাড়া নিত্য প্রয়োনীয় ক্রয়ের তরকারী বাজারের এ রাস্তাটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ ও ব্যস্ততম রাস্তা। সপ্তাহে শুক্র ও শনি দ’ুদিন হাটে কেনা-বেচা করতে আসা হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও ওই রাস্তায় চলাচল করতে পড়তে হয় বিড়ম্বনায়। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।