
এস,কে হাসান ::
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান ভষ্মীভুত হয়ে গেছে। আগুনে পুড়ে অনুমান কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আশাশুনি-সাতক্ষীরা সড়কে বুধহাটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে অবস্থিত বুধহাটা গ্রামের মৃত আব্দুল গফফার মেম্বারের পুত্র মাহবুবুর রহমান রঞ্জুর বিসমিল্লাহ হার্ডওয়ারে প্রথমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন দাউ দাউ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় সরোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিজস্ব জেনারেটর চালিয়ে মটরের মাধ্যমে পানি দিয়ে আশপাশের দোকান আগুন থেকে রক্ষার চেষ্টা চালান। হাজার হাজার মানুষ দাড়িয়ে থাকলেও আগুনের লেলিহান শিখায় ধারে কাছে যেতে পারেনি। খবর পেয়ে প্রায় ৪০ মিনিট পর সহকারী পরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের ১৪ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং প্রায় ১ ঘন্টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বিসমিল্লাহ স্টোরের প্রায় অর্ধকোটিরাধিক টাকার হার্ডওয়ার মালামাল, বিচিত্রা স্টোর, রাজা স্টোর মনিরুল ইসলাম মনির দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম ভয়েস অব সাতক্ষীরাকে জানান, মশার কয়েল বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশ দল আগুন নিভানোর পাশাপাশি আইন শৃংখলা রক্ষায় প্রশংসীয় ভূমিকা পালন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক প্রমুখ ঘটনাস্থানে আসেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ভয়েস অব সাতক্ষীরকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ও আশাশুনির ইউএনও মীর আলিফ রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
##