
আসাদুজ্জামান :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনাকারী, প্রতারক, ভূমিদস্যু , জবর দখলকারী ও একাধিক মামলার আসামী জামায়াত কর্মী আব্দুস সবুর মালীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার বড়দল গ্রামের মৃত ফজর আলী মালীর ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, উপজেলার বড়দল গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী জামায়াত কর্মী সবুর মালী নাশকতার পরিকল্পনা করার জন্য গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও সবুর মালীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত সবুর মালীর বিরুদ্ধে আশাশুনি থানা ও আদালতে নাশকতা, মারামারী, চুরি, জীবননাশের হুমকি, হত্যা প্রচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে তার গ্রেফতারের খবরে এলাকার সাধারন জনগনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকার একাধিক লোক জানান।