
গোপাল কুমার,অশাশুনি ঃ
আশাশুনির শ্রীউলার ৪দলীয় ফুটবল টুর্নামেন্টে রতুনপুরকে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীপুর ফুটবল একাদশ। বুধবার বিকালে মহিষকুড় বিজিএম ক্লাবের আয়োজনে ক্লাবের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহন করেন কালীগঞ্জের শ্রীপুর ও রতুনপুর ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে শ্রীপুর একাদশ ৫-৩ গোলে রতুনপুর একাদশকে পরাজিত করে। খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে একটি ওয়াল্টন ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি ১৪ ইঞ্চি কালার টিভি তুলে দেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল। ক্লাবের সভাপতি ছাইফুল ইসলাম সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সেক্রেটারি এসএম আহসান হাবিব, সাংবাদিক সমীর রায়, গোপাল কুমার মন্ডল, এমএম সাহেব আলী, আকাশ হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনির আহমেদ, এএসআই শরিফুল ইসলাম, শিক্ষক আমিনুল জ্জামান রিটু সহ ক্লাবের ৪ শতাধিক সদস্য ও শতশত দর্শক।#