
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনির সদরের বিশিষ্ট সমাজ সেবক অরুন রায় পরলোক গমন করেছেন। রোববার দুপুরে তিনি ক্যান্সারে আক্রন্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি মৃত মন্দ্রিনাথ রায়ের পুত্র ও দৈনিক যুগের বার্তার আশাশুনি প্রতিনিধি সমীর রায়ের সেজ ভাই। অরুন রায় সমাজ সেবার পাশাপাশি তিনি ধর্মানুরাগী ছিলেন তিনি আশাশুনি সদর গাছতলা কালীমন্দিরের সভাপতি সহ কয়েকটি মন্দিরে সভাপতি হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র দুই কন্যা ও এক স্ত্রী সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। ###