
গোপাল কুমার, আশাশুনি ::
আশাশুনি থানা অফিসার ইনচার্জ শাহিনের বিদায় সংবর্ধনা ও নব যোগদানকারী মোস্তাফিজুর রহমানের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল রাতে আশাশুনি থানা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহিন ও নব যোগদানকারী অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত আক্তারুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এসআই বিশ্বজিত অধিকারী, নয়ন চৌধুরী, আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন, প্রদীপ কুমার সানা, হাসানুজ্জামান, সঞ্জিব সমাদ্দার, এএসআই ফারুক হোসেন, উস্তার আলী, আসলাম শিকদার, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম, তুহিন, তরুন কৃষ্ণ রায়, আমিরুল ইসলাম, উপজেলা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এমএম সাহেব আলী, পুলিশ সদস্য রিয়াজুল ইসলাম প্রমুখ। বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান শেষে বিদায়ী অতিথি ওসি শাহিদুল ইসলাম শাহিনের হাতে নব যোগদানকারী ওসি মোস্তাফিজুর রহমান ও ওসি (তদন্ত) আক্তারুজ্জামান সহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপহার সামগ্রী তুলে দেন।
##