
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনি ঈদ পুন:র্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিহত স্কুল ছাত্র সাকিব স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সোমবার সকালে এতিম কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে এই ১ম বারের মত আ’লীগের পক্ষ থেকে ঈদ পুন:র্মিলনী অনুষ্টানের আয়োজন করা হয়। ঈদ পুন:র্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান সামছুল আলম, সরদার হাফিজুর রহমান, আব্দুর রহিম, মোল্যা রফিকুল ইসলাম, চেয়ারম্যান আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, মফিজুল হক, এএসএম জমির উদ্দীন, ঢালী সামছুল আলম, আক্তারুজ্জামান, মজিবর রহমান, স,ম সেলিম রেজা, ইঞ্জিনিয়ার আবম মোছাদ্দেক, যুবলীগের আহবায়ক স,ম সেলিম রেজা মিলন, প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,এম সাহেব আলী, মহিলা আ’লীগ নেত্রী তহমিনা রহিম, পারভীন সুলতানা লিপি ও বিভিন্ন ইউনিয়নের আ’লীগের নেতৃবৃন্দ। সভার শুরুতেই উপজেলা আ’লীগের তালিকাভূক্ত কমিটি পাঠ করে শোনানো হয়। এছাড়া আলোচ্য বিষয়ের উপরে আ’লীগের অফিস নির্মাণ, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। যুবলীগের আহবায়কের পুত্র সাকিব সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়ায় তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোক প্রস্তাব আনেন।