
এস,কে হাসান ::
সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এবং অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলামের সাথে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশান (ফারিয়া) নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুন) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ও অফিসার ইনচার্জের কার্যালয় পৃথক পৃথক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক মতবিনিময় উপস্থিত ছিলেন, আশাশুনি ফারিয়ার নবনির্বাচিত সভাপতি জিস্কা ফার্মাসিউটিক্যালস’র মনিরুজ্জামান মনির, নবনির্বাচিত সাধারণ সম্পাদক গুড লাইফ ল্যাবরেটরিজ লিঃ এর এস, কে হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ এপেক্স ফার্মাসিউটিক্যালস’র রাশিদুজ্জামান রাশিদ, প্রচার সম্পপাদ প্রজ্ঞার মুস্তাকিম বিল্লাহ,একমির আরাফাত হোসেন, স্কয়ারের উত্তম কুমার, সামিউল ইসলাম ও আশরাফ হোসেন, ইউনিমেড এর সাগর হোসেন, জিস্কার আমানাতুল্লাহ, ওয়ান ফার্মার আকাশ দত্ত, ইপিএল ফার্মার সাহেব আলী, ইবনে সিনার মাজহারুল ইসলাম, হেলথকেয়ারের রোকনুজ্জামান, রেডিয়েন্টের মামুন খাঁন, হেলথকেয়ার এর ফরহাদ আলী, এসিআই এর সোহেল হোসেন, একমির নানক সরকার, রয়েল ল্যাবরেটরিজের রাজু আহমেদ, এসকে-এফ এর এস এম আজিজুল হক, বেহেনাম এর দিদারুল ইসলাম, ওরিয়নের আদম শিকারি, অপসোনিন এর তন্ময় কুমার সরকার, অপসোস্যালাইনের আজিজুল হক, পপুলারের বিল্লাল হোসেন, এসিআই এর রায়হানুল ইসলাম, ইনসেপ্টার খাইরুল ইসলাম, ফার্মাসিয়ার রিপন কুমার পাল, বায়োাফার্মার এমদাদুল ইসলাম, বেক্সিমকোর সাইদুর রহমান, এ এস মুন্না ও সুজন আহমদ, ড্রাগের রোকনুজ্জামান, এরিস্টোফার্মার গাজী আজিজ মিলন, ড্রাগের আবুল কালাম আজাদ, রেডিসনের মফিজুল ইসলাম ও গ্লোব ফার্মার মইনুল ইসলাম প্রমূখ।মতবিনিময়কালে ফারিয়ার নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপজেলা চেয়ারম্যান সকল সময় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং নকল ঔষধ মুক্ত আশাশুনি করতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি বাইরে থেকে সকল নকল ও ভেজাল ঔষধ সরবরাহ করেন তাদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেন। অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সর্বশেষ নেতৃবৃন্দ আশাশুনি ড্রাগ এন্ড কেমিস্ট সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিকে ফুলেল শুভেচ্ছা জানান।