
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনি উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ন কবির সুমন। সভায় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি তৈয়েবুর রহমান তৈবার, আমিরুল ইসলাম, শামীম আনোয়ার উজ্জল, আনিছুল ইসলাম চঞ্চল, মাসুদ রানা, আসমাউল, রাসেল, ইদ্রিস আলি, জুয়েল, মিঠুন, রাজ, আশিক, নোমান প্রমুখ। সভায় ১৩ আগষ্ট আশাশুনি সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০ টায় কালো ব্যাচ ধারণ এবং ১৫ আগষ্ট সকাল ৭ টায় দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ১০ টায় শোক র্যালী, দুপুরে দুস্থ-গরীর-অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও দ্রুত কলেজের ইয়ার কমিটি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। আজকের কর্মসূচি সফল করতে সভাপতি হুমায়ন কবির সুমনকে আহবায়ক এবং বিপুল ও তৈবারকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়েছে।