
এস,কে হাসান ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী আশাশুনি উপজেলা তাঁতী লীগের আয়োজনে খেলাধুলা,চিত্রাংকন প্রতিযোগিতা,র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা তাঁতী লীগের সভাপতি এম এম সেলিম রেজার সভাপতিত্বে, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব মীর আজহার আলী শাহীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি: আ ব ম মোসাদ্দেক । প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ঢালী মোঃ সামসুল আলম,উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি শরিফুজ্জামান শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুসা গাজী, শোভনালী সভাপতি প্রদীপ বাছাড়, সম্পাদক আব্দুল মজিদ,বুধহাটা ইউনিয়ন তাঁতী লীগ সম্পাদক নাজমুজ্জামান লাল্টু,সাংগঠনি সম্পাদক আসাদুল ইসলাম,বুধহাটা ছাত্রলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবু, বুধহাটা শ্রমিক লীগের সম্পাদক আব্দুস সামাদ,সাংস্কিতিক সম্পাদক আমিরুল ইসলাম, সৈনিকলীগ সভাপাত কেসমত আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা তাঁতী লীগা যুগ্ম সম্পাদক নজীর আহম্মেদ। অনুষ্ঠান অতিথীরা বিভিন্ন খেলায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতারণ করেন।
##