
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটা দারুল উলুম কওমী মাদরাসা থেকে এক ছাত্র হঠাৎ উধাও হয়ে গেছে। অভিভাবকরা গত ১০ দিন যাবৎ তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। জানাগেছে, পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের নজরুল ইসলামের পুত্র সাব্বির হাসান ওরফে আশিক (১৪) মাদরাসায় পড়ালেখা করতো। তার নানা কুল্যা গ্রামের আবু বক্কর সরদারের মাধ্যমে সে মাদরাসায় ভর্তি হয়েছিল। ডিসেম্বরে পরীক্ষা শেষে সে বাড়িতে গিয়ে কয়েকদিন পর মাদরাসায় আসলেও মাদরাসায় থাকতো না। নানার বাড়িতে থেকে বিভিন্ন স্থানে বেড়িয়ে বেড়াতো। গত ১৫ দিন পূর্বে তার পিতা এসে তাকে শাসন করে আবার মাদরাসায় দিয়ে যান। কিন্তু গত ১০ দিন পূর্ব থেকে সে ছুটি নিয়ে উধাও হয়ে যায়। অভিভাবকরা হন্যে হয়ে তাকে খুঁজে ফিরলেও কোন সন্ধান মেলেনি। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৫০-৮৮৫৮৭৩ নং মোবাইলে যোগাযোগ করার জন্য তার মাতা ফাতেমা খাতুন অনুরোধ জানান।