
গোপাল কুমার,আশাশুনি :
আশাশুনি কলেজের একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের শুভাগমনে নবীন বরণ’১৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি কলেজ হলরুমে অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ গোলাম রহমান, ম্যাজেনিং কমিটির সদস্য অধ্যাপক সুবোধ চক্রবর্তী, বিধান চন্দ্র মন্ডল। সহকারী অধ্যাপক সুশীল কুমার মন্ডল ও সাংবাদিক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রভাষক মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম সরদার, সহ কলেজের অন্যান্য অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে বরণগীতি পরিবেশনের পাশাপাশি ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সুষমা সুলতানা বলেন, যে শিক্ষা দেশ ও মানুষকে ভালবাসতে শেখায় সেই শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী সংস্কৃতিকে লালন করতে হবে। বিশেষ অতিথি আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম রহমান বলেন, দেশকে জঙ্গী, সন্ত্রাসবাদ ও মাদক মুক্ত করে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে দেশের ভবিষ্যত প্রজন্মের সুশিক্ষার কোন বিকল্প নেই। নবীন বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উল্লেখ্য, গত ১০ জুলাই থেকে ২০১৬ সালের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়। #