
গোপাল কুমার মন্ডল,আশাশুনি :
আশাশুনি থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সী ও শায়লা জামানের কন্যা তাসনিম জামান আশা এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে। আশা ঢাকার এস ও এস হারমান জেমেইনর কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে সব বিষয়ে এ+ পেয়ে উত্তীর্ন হয়েছে। সে তার শিক্ষক মন্ডলী ও পিতা-মাতা সহ সকলের দোয়াপ্রার্থী।