
এস,কে হাসান ::
আশাশুনি থানার সুযোগ্য পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ আবার জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। একই সাথে ১ জন এসআই ও একজন এএসআই চৌকশ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদেরকে এ সম্মানে ভূষিত করা হয়।
সাতক্ষীরার সুযোগ্য জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথকে এবং এসআই হাসানুজ্জামান ও এএসআই কবির হোসেনকে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার নাথের নেতৃত্বে থানা পুলিশ মাদক, নাশকতা, সন্ত্রাস ও চাঁদাবাজী সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড দমন করেন। এছাড়া গ্রেপ্তারী পরোয়ানার আসামীদের গ্রেপ্তার করে ওয়ারেন্ট তামিল করে উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এক সাহসী ভূমিকা রাখায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের প্রসংসা অর্জন করেছেন। যার ফলশ্রুতিতে ডিসেম্বর ২০১৮ মাসের মাসিক অপরাধ সভায় সার্বিক বিচার বিশ্লেষণে ওসি বিপ্লব কুমার নাথ সহ এস আই ক্যাটাগরিতে এস আই (নিঃ) হাসানুজ্জামান ২য়, এএসআই ক্যাটাগরিতে এএসআই কবির হোসেন ৩য় শ্রেষ্ঠ চৌকস পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।