
গোপাল কুমার , আশাশুনি :
বিশ্ব বরণ্যে ক্রিকেটার, সাতক্ষীরা তথা বাংলাদেশের গর্ব, মোস্তফিজুর রহমান আশাশুনিতে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন। বুধবার সকালে হঠাৎ আশাশুনি উপজেলা সড়কে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে উপস্থিত হন। তার উপস্থিতি টের পেয়ে উৎসুক জনতার ঢল নেমে আসে। এ সময় ক্রিকেট তারকা মোস্তফিজুর রহমানকে এক পলক দেখার জন্য আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার স্কুলের ছাত্র-ছাত্রী সকলের হুড়োহুড়ি করতে থাকে। এসময় প্রতিবন্ধী স্কুলের শ্রবণ, বাক, দৃষ্টি, বুদ্ধি ও অটিস্টিক শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দিবাশীষ চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, প্রেসক্লাব সভাপতি জি,এম মুজিবুর রহমান, সম্পাদক এসএম আহসান হাবিব, দৈনিক কালের চিত্রের আশাশুনি উপজেলা ব্যুরো প্রধান গোপাল কুমার মন্ডল, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের পরিচালক সেকেন্দার আলী প্রমুখ। তিনি তার ব্যক্তিগত তহবিলের অর্থে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি তুলে দেন। কার্টার বয় মোস্তাফিজুর আসার খবরে স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী ও সুধীজন এসে জড় হয় তাকে একপলক দেখার জন্য। থানা পুলিশ খবর পেয়ে সাথে সাথে উৎসুক জনতার মাঝ থেকে তাকে বের করে আনতে হিমসিম খেয়ে যায়। তড়িঘড়ি করে থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সী তাকে পুলিশ ভ্যানে নিয়ে যান। থানা কার্যালয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর নিজ বাড়ী চলে যান।