
স্টাফ রিপোর্টার:
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কর্র্তৃক আয়োজিত উপকারভোগী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ইউনুচ আলী মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, বিশেষ অতিথি মেম্বর রফিকুল ইসলাম, জিয়ারুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেম্বর প্রার্থী হাবিবুর রহমান, ডা: অরুন কুমার, হাবিবুর রহমান,শওকত হোসেন, আলহাজ্ব সামসুর রহমান, আব্বাস আলী প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনুলিয়া ইউপি চেয়ারম্যন বলেন- আনুলিয়া ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও দালাল মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে। এবার নির্বাচিত হলে ইউনিয়নকে মর্ডেল ইউনিয়ন করে গড়ে তোলা হবে। ৯নং ওয়ার্ডে যেখানে বিদ্যুৎ পৌছায়নি সেটি দ্রুত সংযোগ দেওয়া হবে । অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলনা ওহিদুজ্জামান।
##
খাজরায় বন্ধু মহলের ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে
কয়রা দলকে হারিয়ে আশাশুনি দলের জয় লাভ
স্টাফ রিপোর্টার:
আশাশুনির খাজরা বাজার বন্ধু মহলের আয়োজনে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ইউনিয়ন পরিষদের সামনে প্রগতি উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২/০ পয়েন্টে কয়রা আনিছুর-জসিম জুটিকে পরাজিত করে আশাশুনির দেলোয়ার-শফিকুল জুটি চ্যাম্পিয়ার হয়েছে। যুবলীগ নেতা সাইফুল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদলের পুরস্কার বিতরণ করেন, প্রগতি উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাণ নাথ দাশ, বিশেষ অতিথি শংকর মন্ডল, খাজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রগতি উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হারুনা রশিদ, আনারুল ইসলাম, শিক্ষক হিরনময় মন্ডল, নুরুল আমীন, ইলিয়াস হোসেন, দেবব্রত মন্ডল, শাহাদাৎ হোসেন প্রমূখ। বিজয়ী দলকে ১৪” কালার টেলিভিশন ও রানার আপ দলকে মোবাইল সেট প্রদান করা হয়। ভাষ্যকারের দায়িত্ব পালন করেন হাফিজুল ইসলাম হাফিজ ।