
এস কে হাসান ::
আশাশুনি উপজেলা আওয়ামলীগের উদ্যোগে বিজয় দিবস, সংসদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে সভায় মোবাইল ফোনের মাধ্যমে দিক নির্দেশনা মূলক আলোচনা রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাঠে থাকা অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। টি এম মোজাহিদুল ইসলাম কাকনের সঞ্চালনায় সভায় জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, শিক্ষা ও কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক আঃ আলিম, উপজেলা সেক্রেটারী মতিলাল, সহ-সভাপতি আরোয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কল্যানী রানী, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সেক্রেটারী ও সদস্য সোহরাব হোসেন, মোজাম্মেল হক, আল-আমিন, মধু সুদন, হাসান, ডাঃ আঃ গনি, শহিদুল ইসলাম প্রমুখ। সভায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের সকল নেতাকমীকে দায়িত্ব পালন, কেন্দ্র কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
##
আশাশুনিতে ওয়ারেন্টের আসামী গ্রেফতার
এস কে হাসান ::
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। এএস্আই কবির হোসেন অভিযান চালিয়ে সিআর ১২৪/১৭ মামলায় গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পলাতক আসামী নছিমাবাদ গ্রামের জামাল গাজীর পুত্র জাহাঙ্গীর গাজীকে গ্রেফতার করেন। আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
##