
এস,কে হাসান ::
আশাশুনিতে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ ক ম আলাউল হক। সহকারী শিক্ষক রসময় কুমারের পরচালনায় অন্যান্যের মধ্যে ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান, গোলাম রসুল বেগ, আশরাফ উদ্দীন মালী, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, শিক্ষক মাওঃ আফছার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা স্কুলের ৯৬জন বিদায়ী শিক্ষার্থীদেরকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়ক শিক্ষক নজরুল ইসলাম ও অসিম কুমার মন্ডল।
#
আশাশুনিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেনাগাজীর গণ সংযোগ
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেনা গাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ সংযোগ করেছেন। বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এ গণ সংযোগ অনুষ্ঠিত হয়।
কুল্যা ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার এবং উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য হেনা গাজী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে এখন মাঠে নেমেছেন। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ছুটে চলেছেন ভোটারদের কাছে তার উপস্থিতি জানান দিতে। এদিন তিনি প্রতাপনগর ইউনিয়নের নাকনা, কুড়িকাহুনিয়া, একসরা, আনুলিয়া ইউনিয়নের কাবাসিয়া, খাজরা ইউনিয়নের চেউটিয়া, বুধহাটা বাজারসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন। গণ সয়যোগকালে তুয়ারডাঙ্গা মহা নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে নগদ ৩০০০ টাকা অনুদান প্রদান করেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরে আমি সহযোগিতা করে এসেছি। এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব দুঃখ ঘোচাতে চেষ্টা করে এসেছি। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চেষ্টা করবো। গরীব ও অসহায় মানুষের হক পৌছে দিতে চেষ্টা করবো। বাল্য বিবাহ, মাদক-জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে যথাসাধ্য কাজ করবো। অবহেলিত আশাশুনির উন্নয়নে সবকিছু করতে চাই। এসময় আক্তার হোসেন, রিপন, রফি সরদার, পুলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
#
আশাশুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছিল।
কুল্যা গ্রামের মৃত গহর আলি সরদারের পুত্র মিকাঈল ইসলাম জানান, তিনি কাদাকাটি হলদে পোতা ব্রীজের কাছে করচাডাঙ্গা নামক স্থানে ৫ বিঘা জমিতে হারি নিয়ে দীর্ঘ ৭/৮ বছর মৎস্য চাষ করে আসছি। ঘেরে ইতিমধ্যে বাগদা রেণু, খোরখুনা ও হরিনা মাছ ছেড়েছি। বুধবার সন্ধ্যায় আমি ঘেরে গিয়ে দেখি কিছু মাছ মরে ভাসছে। কিছু ছটঅট করছে। তখন সমস্ত ঘের ঘুরে দেখি কিন্তু কি কারণে এটি হলো বুঝতে পারছিলামনা। সকালে দেখি সমস্থ মাছ মরে ভাসছে। তখন বুঝতে পারলাম বিষক্রিয়ায় এটি হয়েছে। তিনি বলেন, ৫/৭ দিন ্আগে পাশের ডিসিআর প্রাপ্ত খাল মালিকের সাথে দ্বন্দ্ব হলে সে আমাকে নানা হুমকী দেয়। এছাড়া ২০১৪ সালে রেণু পোনা বিক্রয়ের পাওনা টাকা চাওয়া নিয়ে জ্জ মাস আগে আরেক ঘের মালিকের সাথে ঝগড়া হয়েছিল। বিধায় বিষয়টি আমাকে চিন্তিত করে তুলেছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
#
বুধহাটা কলেঃ স্কুলে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিঃ শিক্ষক তাপস কুমার বসাক, সহকারী শিক্ষক খান মোঃ সালামত হোসেন, সুজন কান্তি মন্ডল ও অভিভাবক এমদাদুল হক। প্রভাষক মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করে ১০ম শ্রেণির ছাত্রী রাফিয়া আল ফাতেমা। এবং শিক্ষার্থীদের মধ্যে রাশিদুজ্জামান রাজা ও ফারুক হোসেন বক্তব্য রাখে। সবশেষে ৬ষ্ঠ শ্রেণির নবাগতদের বরণ করে নেওয়া হয়। এ বছর স্কুল থেকে মানবিক বিভাগে ৮৯ জন, বিজ্ঞান বিভাগে ৪১ জন ও বাণিজ্য বিভাগের ৩৫ জন মোট ১৬৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
#
তালাক দেওয়ার পরও স্বামীকে নাজেহালের অভিযোগ
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার এক শিক্ষক স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রী কর্তৃক স্বামীকে নাজেহালের অভিযোগ পাওয়া গেছে।
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের সালমা খাতুনের সাথে ২০১৪ সালে বাহাদুরপুর গ্রামের মাহমুদ আলির বিয়ে হয়েছিল। বিয়ের পর স্বামী ওমানে চলে যায়। তখন সে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং তাদের বিয়ের কাগজপত্র সরিয়ে ফেলে তাকে স্বামী হিসাবে মানতে রাজী ছিলনা। এছাড়া সালমা সন্তান প্রসবের পর মিথ্যা তারিখের কাগজপত্র দেখিয়ে ছুটি ভোগের অভিযোগ উঠলে সহকারী শিক্ষা অফিসার তখন তদন্ত করেছিলেন। এদিকে ঝালকাটি জেলা কাঠালিয়া উপজেলার দঃ চেচরী গ্রামের ফেরদাউস হোসেনের সাথে সালমার বিয়ে হয়েছিল। বিয়ের পর বনিবনা না হওয়ায় ম্যারিজ রেজিস্ট্রার মাওঃ মোঃ আঃ হাই এর মাধ্যমে ২৩/০৮/১৭ তাং বাংলাদেশ ডাক বিভাগ রেজিস্ট্রি রশিদ নং ৩৫৩ ও ৩৫৪ নং রেজিঃ ডাকযোগে ফেরদাইস হোসেন তার স্ত্রী সালমা খাতুনকে ও ইউপি চেয়ারম্যান বুধহাটা ইউনিয়ন পরিষদ বরাবর পৃথক দুটি তালাকের নোটিশ প্রেরণ করেন। স্ত্রী ও সন্তানের ভরণপোষন খরচ বাবদ তিনি মনি অর্ডার নং ৪১৪২ তাং ২১/৯/১৭ তাং ২ হাজার টাকা, মনিঃ নং ২৮৮১ তাং ৭/১১/১৮ ১ হাজার টাকা ও মনিঃ নং ৪২১৫ তাং ২১/১১/১৭ এক হাজার টাকা প্রেরন করেন। কিন্তু তার সালমা টাকা গ্রহন করেননি বলে তিনি জানান। এতকিছুর পরও সালমা সম্প্রতি স্বামীর অনুপস্থিতিতে তাদের বাড়িতে গিয়ে স্ত্রী দাবী করে স্বামীর সম্মান হানি ও নাজেহাল করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। এব্যাপারে সালমার সাথে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে স্থানীয় ইউপি সদস্য রেজওয়ান আলির সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
#
গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি হাই স্কুলে বিদায় সংবর্ধনা
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সদস্য রাম প্রসাদ সরকার, মুকুল শিকারী, লিপিকা মিস্ত্রী, অবঃ শিক্ষক আঃ খালেক, সমাজ সেবক রফিকুল ইসলাম প্রমুখ। এ বছর স্কুল থেকে মানবিক বিভাগে ৭১ জন ও বিজ্ঞান বিভাগে ২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
#
খরিয়াটি হাই স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু কুমার রাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সভাপতি আলহাজ¦ আঃ বারীক, মাষ্টার মোস্তাফিজুর রহমান, শেখ রাশিদুল ইসলাম, পারুল খাতুন, রুহুল কুদ্দুছ, শিক্ষক মাওঃ আনছারুজ্জামান, মুজিবুর রহমান, তারাপদ সরদার, বিশ^জিৎ, আবু ওয়াহিদ, সিরাজুল ইসলাম, সাংবাদিক শেখ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। স্কুল থেকে এ বছর ১২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
#
আশাশুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছিল।
কুল্যা গ্রামের মৃত গহর আলি সরদারের পুত্র মিকাঈল ইসলাম জানান, তিনি কাদাকাটি হলদে পোতা ব্রীজের কাছে করচাডাঙ্গা নামক স্থানে ৫ বিঘা জমিতে হারি নিয়ে দীর্ঘ ৭/৮ বছর মৎস্য চাষ করে আসছি। ঘেরে ইতিমধ্যে বাগদা রেণু, খোরখুনা ও হরিনা মাছ ছেড়েছি। বুধবার সন্ধ্যায় আমি ঘেরে গিয়ে দেখি কিছু মাছ মরে ভাসছে। কিছু ছটঅট করছে। তখন সমস্ত ঘের ঘুরে দেখি কিন্তু কি কারণে এটি হলো বুঝতে পারছিলামনা। সকালে দেখি সমস্থ মাছ মরে ভাসছে। তখন বুঝতে পারলাম বিষক্রিয়ায় এটি হয়েছে। তিনি বলেন, ৫/৭ দিন ্আগে পাশের ডিসিআর প্রাপ্ত খাল মালিকের সাথে দ্বন্দ্ব হলে সে আমাকে নানা হুমকী দেয়। এছাড়া ২০১৪ সালে রেণু পোনা বিক্রয়ের পাওনা টাকা চাওয়া নিয়ে জ্জ মাস আগে আরেক ঘের মালিকের সাথে ঝগড়া হয়েছিল। বিধায় বিষয়টি আমাকে চিন্তিত করে তুলেছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।