আশাশুনি সংবাদ ॥ বিশ্ব পানি দিবস পালন


476 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনি সংবাদ ॥ বিশ্ব পানি দিবস পালন
মার্চ ২৭, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,কে হাসান ::
আশাশুনিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সকাল ১০.৩০ টায় এ কর্মসূচির আয়োজন করে।
প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, পাউবো এসও আবুল হোসেন, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল প্রমুখ বক্তব্য রাখেন।
##

আশাশুনি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

এস,কে হাসান ::
আশাশুনিতে উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগের যোৗথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। মঙ্গলবার আশাশুনি সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান (সাদিক) এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর ইসলামের পরিচালনায় ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসমাউল হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মাসুদ রানা, শামীম আহমেদ, জয়নাল, রাজু, আলামীন, রাজ, রাফসান, সৈকত, আরিফ, ইমদাদ, তাজ, শাহারুল, আমান, বাপ্পি, রাসেল, শামীম, শান্ত, তাজ (২), মুকুল, ইমরান, সবুজ, রাসেল, হাফিজুল, সোহেল প্রমুখ।

##

আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

এস,কে হাসান ::
আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সূর্য্যােদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি ও শায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৬টায় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের নেতৃত্বে উপজেলা প্রশাসন। এরপর উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, অপর দিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় পার্টি, অধ্যক্ষ মিজানুর রহমানের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, অধ্যক্ষ সাইদুল ইসলামের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ, আশাশুনি প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, আশাশুনি ক্রীড়া সংস্থা, সদর ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা রিপোর্টাস ক্লাব,আশাশুনি উপজেলা অন-লাইন প্রেসক্লাব, আশাশুনি রিপোর্টার্স ক্লাব, আশাশুনি শিক্ষক পরিষদ, আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করে। সকাল ৮টায় আশাশুনি হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাক উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ইউএনও মাফ্ফারা তাসনীন ও পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান। এরপর কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকাল ৪টায় প্রীতি ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সম্পাদক শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে পৃথক পৃথকভাবে পৃথক অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

##
আশাশুনির বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস পালন

এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগ ঃ গুনাকরকাটি বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, র‌্যালী, বিচিত্রানুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। ইউনিয়ন আ’লীগ সভাপতি ইয়াহিয়া ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, মন্টু, ফিরোজ খান মধু, ইউনিয়ন নেতা গোলাম মোস্তফা, শাহিনুর প্রমুখ।
বুধহাটা কলেজিয়েট স্কুল ঃ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, র‌্যালী, আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান করা হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দাউদ হোসেনের সভাপতিত্বে শিক্ষক প্রদীপ সরকার, ইয়ামিন হোসেন, সালামত হোসেন, এসএমসি সদস্য কবির আহমেদ উপস্থিত ছিলেন।
বুধহাটা এনএস বালিকা বিদ্যালয় ঃ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, র‌্যালী, ক্রীড়ানুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। এসএমসি সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আঃ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক। অন্যদের মধ্যে প্রধান শিক্ষক কামরুল ইসলাম, আবু মুছা, সুকুমার, হুমায়ুন কবির রানা, আক্তার হোসেন, হাবিবুর রহমান, আঃ অদুদ, মর্জিনা ও মেহেরুন নেছা উপস্থিত ছিলেন।
আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ক্রীড়ানুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। অহেদ আলি সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সদস্য, বলাকা যুব সংঘের সভাপতি ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর। অনুষ্ঠানে মেম্বার রফিকুল ইসলাম পান্না, ইব্রাহিম গাজী, নজরুল ইসলাম, আনোয়ারা খাতুন, ইউনিয়ন আ’লীগ সভাপতি ইয়াহিয়া ইকবাল, তরুনলীগ আহবায়ক ওমর সাকি পলাশ, আ’লীগ নেতা আনছার আলি, কফিল উদ্দিন, মিকাইল. স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল হাসান, সন্দীপ, পঞ্চানন, মোশাররফ, শাহিনুর, গন্যমান্য ব্যক্তি আবুল কালাম আজাদ, মাওঃ ইয়াহিয়া সরদার, ইয়াহিয়া মোল্যা, সাধন চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটি, বলাকা যুব সংঘ, উন্নয়ন সংস্থা ও ইয়ং স্টার ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক এস এম আলা উদ্দিনসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
বুধহাটা কওছারিয়া দাখিল মাদরাসা ঃ জাতীয় পতাকা উত্তোল, জাতীয় সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। শিক্ষক ইব্রাহিম খলিল ও আঃ সালামের সঞ্চালনায় সভায় বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার, সুপার মাওঃ আবুল কালাম আজাদ, আবুল আলা মওদুদী, আ’লীগ নেতা রমজান আলি, শিক্ষক মাওঃ আঃ ওহাব, মাওঃ রহমত উল্লাহ, ম্যানেজিং কমিটি সদস্য মইজদ্দিন গাজী, মহসিন আলি, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদারবাড়িয়া সবুজ সংঘ ঃ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করে আলোচনা করেন, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম বাদশা। এসময় আক্তার হোসেন, শামীম, মোস্তাজুল, লিটন, মামুন, ইবাদুল, মিলন, মনিরুল, শওকত, আঃ রহিম উপস্থিত ছিলেন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া হাই স্কুল ঃ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, র‌্যালী, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। প্রধান শিক্ষক শাফিউল্লাহর সভাপতিত্বে সভায় মোশাররফ হোসেন, সালাহ উদ্দিন, মাওঃ মাহফুজুর রহমান আলোচনা রাখেন।
কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। ইউপি সদস্য আলহাজ¦ আঃ মাজেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসএমসি সভাপতি এড. দেবাশীষ মুখার্জী, প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, সহ-সভাপতি রুস্তম আলি, সদস্য শেখ আঃ গফফার, সিরাজুল ইসলাম, রোকেয়া খাতুন। পরিচালনা করেন নিতাই কর্মকার ও শহীদ সরোয়ার স্বপন।
গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসা ঃ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা করা হয়। গভর্নিং বডির সভাপতি সাদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন, রফিকুল আলম, মাওঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শামীম হোসেন ও জিয়াউর রহমান।
##

আশাশুনিতে মটর সাইকেল দুর্ঘটনায় আহত-৪

এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার কুল্যা-গাবতলা সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় ৪ যুবক গুরুতর আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১০.৩০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার নওয়াপাড়া গ্রামের সিরাজুল গাজীর পুত্র জুয়েল, মতিকুল ইসলাম সরদারের পুত্র আলামিন, শামছুর গাজীর পুত্র শাহিদুল ও অজেদ আলির পুত্র হাসান একটি মটর সাইকেলে বাড়ি থেকে গুনাকরকাটি ব্রীজ হয়ে গাবতলার দিকে যাচ্ছিল। বাইনবশত এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে গাড়ীসহ তারা রাস্তা থেকে ১৫/২০ ফুট নীচে ছিটকে পড়ে। তাদেরকে এম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
##