
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে মৃত রহমতুল্যাহ সরদারের পুত্র ভূমিহীন ও পঙ্গু আরশাদের ভিটেবাড়ি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আরশাদ আলি বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় লিখিত অভিযোগে প্রকাশ ও আরশাদ জানান, তিনি দীর্ঘ ২৪ বছর যাবৎ বেতনা নদীর তীরে পাউবোর ভেড়ী বাঁধের স্লোব সংলগ্ন অনুমান ৫ শতক জমিতে ঘরবেধে বসবাস করে আসছেন। সেখানে নারিকেল গাছ, খৈ, শিশু গাছসহ বিভিন্ন গাছ লাগানো আছে। একটি ঘর ও রান্নাঘর নিয়ে তার বসবাস। একই গ্রামের মৃত সোনা সরদারের পুত্র নজরুল, মৃত বিশু সরদারের পুত্র ইসরাফিল ও ইসমাইল এর সাথে জমিজমা নিয়ে তাদেও গোলযোগ চলছে। তারা তার পরিবারের লোকদের ক্ষয়ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছে। এরই জেরধরে তারা তার বসতবাড়ি জবর দখলের হুমকী ধামকী দিয়ে আসছিল। শনিবার সকাল ১০ টার দিকে তারা দা, শাবল, কোদাল ইত্যাদি নিয়ে তার বাড়িতে ঢুকে সম্পত্তি দখলের লক্ষ্যে সিমেন্টের তৈরি পিলার স্থাপন করে। এরপর সেখান থেকে ঘেরাবেড়া ও ঘরের সরঞ্জাম সরিয়ে নিতে হুমকীধামকী দিয়ে চলে যায়। আরশাদ নিরাপত্তাহীনতায় রয়েছেন।
##
আশাশুনির খরিয়াটি স্কুল প্রস্তুতি সভা
এস,কে হাসান ::
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু কুমার রাহার সভাপতিত্বে সভায় মাওঃ আনছারুজ্জামান, মুজিবর রহমান, তারাপদ সরকার, আবু ওয়াহিদ, মোস্তাফিুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
##