আশাশুনি সংবাদ ॥ ৫ আসামী গ্রেফতার


469 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনি সংবাদ ॥ ৫ আসামী গ্রেফতার
মার্চ ২৫, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস কে হাসান ::
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে নাশকতা মামলা ২২(১০)১৭ এর আসামী দক্ষিণ একসরা গ্রামের আঃ রশিদ মোড়লের পুত্র আবু সাইদ খুদরীকে গ্রেফতার করা হয়। এসআই মাহবুব, এসআই দেলোয়ার, এএসআই কামরুল ও জহুরুল অভিযান চালিয়ে জিআর ২০০/১৭ এর আসামী কাপসন্ডা গ্রামের সৈয়দ আলি মোড়লের পুত্র আছাদুল, জিআর ২৮০/১৩ এর আসামী প্রতাপনগর গ্রামের ছাত্তার সরদারের পুত্র মাছুম ও জিআর ৩৯/১৭ এর আসামী বড়দল গ্রামের আবু বক্কার ছিদ্দিকের পুত্র তৌহিদ সানাকে গ্রেফতরা করা হয়েছে।
##

আশাশুনিতে প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা

এস কে হাসান ::
আশাশুনি উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম এর সহযোগিতায়, ডিজএ্যবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্স এ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুন কুমার ব্যানার্জী। প্রকল্পের জেলা ম্যানেজার আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সউদ বিন খায়রুল আনাম, সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ডিপিও সদস্য মফিজুল ইসলাম, আরশাদ আলী, খলিলুর রহমান, শরিফা খাতুন, ডিআরআরএ কর্মকর্তা আসিফ ইকবাল, দেবাশিষ ঘোষ, ফারিয়া আক্তার মিতু, প্রতিনিধি বরুণ কুমার সরদার, এহসান করিম প্রমুখ। সভায় প্রকল্পের ত্রৈমাসিক কাজের রিপোর্ট উপস্থাপন, পর্যালোচনা, অগ্রগতি, কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
##

আশাশুনিতে ছাত্রদল নেতার পদত্যাগ

এস কে হাসান ::
আশাশুনি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফ ইমরান দল থেকে পদত্যাগ করেছেন। রবিবার জেলা ছাত্রদলের সভাপতি/সম্পাদক বরাবর তিনি উক্ত পদত্যাগপত্র দাখিল করেন। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে সংগঠন ও সকল পদ-পদবী থেকে তিনি পদত্যাগ করেছেন বলে তার স্বাক্ষরিত পদত্যাগ পত্র থেকে জানা গেছে।