আশাশুনি সংবাদ : জেন্ডার বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত


454 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনি সংবাদ : জেন্ডার বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ২৩, ২০১৫ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

গোপাল কুমার, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে জেন্ডার বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সেপটি প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, ইউপি সচিব আব্দুস সবুর, সদস্য বনমালী দাস, মঙ্গল সরকার, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, সন্তোষ মন্ডল, ময়না পারভীন, মিনতী রাণী, রহিমা খাতুন প্রমুখ।
##

আশাশুনির বাউশুলি স্কুলে  সহায়তা চেক প্রদান
আশাশুনি ব্যুরো ঃ
আশাশুনি উপজেলার বাউশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সহায়তা চেক প্রদান করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস সীড্স প্রকল্পের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে ১০টি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসিকে সক্রীয়করণ, ঝরে পড়া রোধ, স্কুলের পরিবেশ আনন্দঘন করা, দিবস উদযাপন, বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা, অভিভাবক মা’দের সচেতনতা সৃষ্টি, স্কুলে বৃক্ষ রোপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আওতায় বাউশুলী স্কুলের শিক্ষার্থীদের বসার সংকট নিরসন কল্পে বেঞ্চ তৈরির জন্য ৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করে। উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন চৌধুরী প্রধান শিক্ষক বিশ্বরঞ্জন সরকারের হাতে চেক তুলে দেন। এসময় প্রোগ্রাম অফিসার আসাদুজ্জামান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর  রহমান, মনজিল সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
##
আশাশুনির খালিয়ায় শীতার্থ অসহায়দের মাঝে কম্বল  বিতরন
আশাশুনি ব্যুরো ঃ আশাশুনির খালিয়ায় শীতার্থ অসহায়দের মাঝে কম্বল  বিতরন করা হয়েছে। মঙ্গবার সকালে উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রাম দারিদ্র বিমোচন কমিটির আয়োজনে স্থানীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে প্রায় অর্ধশত অতি দরিদ্রের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়। গ্রাম দারিদ্র বিমোচনের সভাপতি মাষ্টার গৌর পদ মন্ডলের সভাপত্বিতে ও সম্পাদক নিরঞ্জন মন্ডলের পরিচালনায় উক্ত কম্বল বিতরনকারে উপস্থিত ছিলেন, ব্র্যাকের আনুলিয়া শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, সমীরন মন্ডল, পিও নজরুল ইসলাম, আসাদুজ্জামান তারক চন্দ্র সানা ,অরবিন্দু হালদার, আব্দুস সালাম,লিপিকা মন্ডল প্রমুখ। #

আশাশুনি প্রেস ক্লাবের নিন্দা জ্ঞাপন
আশাশুনি ব্যুরো ঃ জাতীয় দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি অসীম চক্রবর্তী ও বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির নামে মিথ্যা মামলা হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আশাশুনির প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এসএম আহসান হাবিব, যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জিএম আল-ফারুক, দপ্তর সম্পাদক সমীর রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সচ্চিদানন্দ দে সদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমেশ চন্দ্র বসাক, সদস্য বাহবুল হাসনাইন, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, আলী নেওয়াজ, সাহেব আলী, মাসুদুর রহমান, আকাশ হোসেন, হাবিবুল্লাহ বিলালী, ফায়জুল কবির প্রমুখ। ##