আশাশুনি সংবাদ : বাড়ির মহিলাদের উপর হামলা , মালামাল ছিনতাই


189 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনি সংবাদ : বাড়ির মহিলাদের উপর  হামলা , মালামাল ছিনতাই
অক্টোবর ২৮, ২০২২ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আশাশুনি প্রতিনিধি ঃ
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে গভীর রাতে বাড়ির মহিলাদের উপর হামলা, শ্লীলতাহানি ও নগদ টাকাসহ মালামালা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত্র ১১.৩০ টার দিকে ইউনিয়নের কামালকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
কামালকাটি গ্রামের অখিল চন্দ্র বিশ্বাসের ছেলে অশোক কুমার বিশ্বাস বাদী হয়ে দাখিলকৃত এজাহার সুত্রে জানাগেছে, বিগত ইউপি নির্বাচনে তিনি উদয় কান্তি বাছাড়ের কাছে ২৬ ভোটে পরাজিত হন। পুনরায় ভোট গণনার জন্য তিনি আদালতে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। ঘটনার রাতে উদয় কান্তি বাছাড়, সুদয় কান্তি বাছাড়, উৎসব বাছাড়, অনুপ সরকার, উৎসর্গ বাছাড়, আশুতোষ মন্ডলসহ আরও ৮/৯ জন রাম দা, লোহার রড, লাঠিশোটা নিয়ে বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে গ্রীলের তালা খুলতে বাধ্য করে। এসময় তারা ঘরে ঢুকে বাদীর স্ত্রী রুপালী রাণী, কন্যা পুর্ণিমা, পুত্র বধু রিয়াকে এলোপাতাড়ী মারপিট, পরনের কাপড় টেনে বেআব্রু ও শ্লীলতাহানি ঘটায় এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। হামলাকারীরা তাদের গলা থেকে ১ লক্ষ ৬৮ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের চেইন, তষকের তলায় থাকা পূজার খরচের নগদ ৫০ হাজার টাকা নিয়ে নেয় এবং আসবাবপত্র ভেঙ্গে অনুমান ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। স্বাক্ষীরাসহ পাশের লোকজন মহিলাদের চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে জীবন নাশের হুমকী দিয়ে তাদের ব্যবহৃত রামদা ও লাঠিশোটা ফেলে আক্রমনকারীরা পালিয়ে যায়। এব্যাপারে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, লিখিত এজাহার পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

দরগাহপুরে ফ্রি ব্লাড

পরীক্ষা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি ঃ
আশাশুনি উপজেলার খরিয়াটিতে ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) খরিয়াটি দাখিল মাদ্রাসা চত্বরে ক্যাম্প পরিচালনা করা হয়।
খরিয়াটিতে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করার লক্ষ্যে গঠিত কমিটির উদ্যোগে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এলাকার মানুষের ফ্রি রক্ত পরীক্ষা করা হয়। ক্যা¤িপংকালে ৩ শতাধিক মানুষের রক্ত পরীক্ষা করা হয়। আগামীতে মুমূর্ষু ও অসহায় রোগিদেরকে বিনামূল্যে রক্ত দানের কাজ বাস্তবায়ন করা হবে। রক্ত পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন, বাঁকা নূরুদ্দীন মেমোরিয়াল ক্লিনিক ও মা ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারী আঃ বারী টুটুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, খরিয়াটি ব্লাড ব্যাংকের আহবায়ক শেখ ইয়াসির আরাফাত, সদস্য সচিব আবু সুফিয়ান সোহাগ ও বায়জীদ। উপস্থিত ছিলেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। পরিচালনায় ছিলেন বাহারুল ইসলাম ও আবু রায়হান।

বুধহাটায় নদীর চর দখল

নিয়ে ঘর নির্মাণ

আশাশুনি প্রতিনিধি ঃ
আশাশুনে উপজেলার বুধহাটা বাজারে নদীর চর অবৈধ দখলে নিয়ে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। বাজারের খেয়াঘাটে এ অবৈধ দখল ও দোকান ঘর নির্মাণ করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, খেডাঘাট সংলগ্ন স্থানে সম্পূর্ণ অবৈধভাবে নদীর চর দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ করেছেন ব্যবসায়ী জলিল উদ্দিন। সাথে সাথে দোকান ঘরের পেছনের অংশে নদীর চর ভরাট করে আবারও দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। দোকান ঘরের শাটার বন্ধ করে দখল ও নির্মাণ কাজ করেছেন তিনি। দখল কাজে স্থানীয় সরকারি কর্তাদের ব্যবস্থা না গ্রহনের অভিযোগ বিভিন্ন সূত্রের। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

চরমোনাই শায়েখ বুধহাটায়

আসছেন আজ

আশাশুনি উপজেলার বুধহাটায় চরমোনাই শায়েখের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আজ শনিবার। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে বিকাল ৫টা হতে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বুধহাটা দারুল উলুম কওমিয়া মাদ্রাসার উদ্যোগে ও বাংলাদেশ মুজাহিদ কমিটি আশাশুনি উপজেলা শাখার বাস্তবায়নে ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখবেন, নায়েবে আমীরুল মুজাহিদীন, মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। এছাড়া মাহফিলে স্থানীয় ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন।