
এস কে হাসান ::
আশাশুনি সদর ইউপি নির্বাচনে নব-নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩.৩০ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যানকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ। বরণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আশাশুনির সাংবাদিকরা মফঃস্বলে থেকে যে গুরুদায়িত্ববোধের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন আমি সেজন্য ধন্যবাদ জানাই। প্রেসক্লাবের উন্নয়ন ও সমস্যার কথা আমি অবগত আছি। সবদিক বিবেচনায় রেখে আমার সহযোগিতা থাকবে। আগামী ৫ বছরে প্রেসক্লাবের সকল দাবী পুরনের চেষ্টা আমার থাকবে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইউনিয়নের উন্নয়নে আমি পরিকল্পনা গ্রহন করেছি। আমরা ইউনিয়ন পরিষদকে ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে পরিণত করতে চাই। তিনি সকল সাংবাদিককে এলাকার উন্নয়নে তাকে সহযোগিতা করার আহবান জানান। মতবিনিময় সভায় প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, নবনির্বাচিত মহিলা মেম্বার অঞ্জনা সানা এবং মেম্বার মঙ্গল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।