
গোপাল কুমার, আশাশুনি :
আশাশুনি সদর কালীমন্দির কমিটির এক জরুরী সভায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সদর কালী মন্দিরের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর কালীমন্দির প্রাঙ্গনে সভায় সভপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আশাশুনি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী। সদর কালী মন্দিরের সাধারণ সম্পাদক দীপন মন্ডল, পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আশাশুনি শাখার ভারপ্রাপ্ত সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, কিশোরী মোহন বৈদ্য, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, বরুন মন্ডল কাজল, কৃষ্ণ পদ মন্ডল, শ্যামল দাশ, সুবির মন্ডল, সঞ্জয় বিশ্বাস প্রমুখ। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে দীপন কুমার মন্ডলকে সভাপতি, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, দিপংকর মন্ডল, অমিত হালদারকে সহ-সভাপতি ও বরুন মন্ডল কাজলকে সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় আসন্ন শ্যামকালী পুজার সকল প্রস্তুতি ও বিবিধ বিষয় আলোচনা করা হয়।