আশাশুনি-সাতক্ষীরা সড়কে মোবাইল কোর্টে মামলা ও জরিামানা


436 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশাশুনি-সাতক্ষীরা সড়কে মোবাইল কোর্টে মামলা ও জরিামানা
আগস্ট ১২, ২০২০ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

এস,কে হাসান ::

আশাশুনি টা সাতক্ষীরা সড়কে স্বাস্থ্য বিধি বাস্তবায়নে সরকারি সিদ্ধান্ত প্রতিপালন কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশনা মোতাবেক আশাশুনিতে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানর (ভূমি) শাহীন সুলতানা। এসময় জোড়দিয়া গ্রামের আঃ রশিদের পুত্র মোটর সাইকেল চালক তাহের উদ্দিনকে ২০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে কয়েকটি গণ পরিবহনেও মোবাইল পরিচালনা করে স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে চলতে সতর্ক করা হয়।

#