আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত


445 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
মার্চ ৯, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ‘ডাকাত দলের সর্দার’ রুবেল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এক এসআই ও এএসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও বেশকিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত রুবেল মিয়া (৩৮) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষিনদার গ্রামের লাল মাহমুদের ছেলে।

ডিবি পুলিশ ও থানা পুলিশ সূত্র জানায়, এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা বাসটির চালককে ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনায় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে। শুক্রবার ভোররাতে গ্রেফতার রুবেল মিয়াকে নিয়ে ডিবি ও থানা পুলিশ আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের ওপর গুলি চালায় ও রুবেলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় ও রুবেল মিয়া পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ রুবেলকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার বলেন, নিহত ব্যক্তির বুকে গুলির চিহ্ন রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত এবং ডিবি পুলিশের এস আই তানভীর মোর্শেদ, এ এস আই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদসহ চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহত রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার নামে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।