
খুব শিঘ্রই আসেছে জি. এম সৈকতের পরিচালনায় এটিএন বাংলায় “বন্ধু তুমি” এবং এশিয়ান টিভিতে “সত্য-অসত্য” নামে দুটি ধারাবাহিক নাটক। ইমদাদুল হক মিলনের লেখা “বন্ধু তুমি” ধারাবাহিকে অভিনয় করছেন- চঞ্চল চৌধুরী, আমিরুল হক চৌধুরী, আফরোজা বানু, মিমো, আরফান, শানু, শাহরিয়ার শুভ প্রমুখ এবং সত্য-অসত্য ধারাবাহিকে অভিনয় করেছেন কল্লান, সমাপ্তি, অহনা, ইশানা, মিমো, খালেদা আক্তার কল্পনা, ঝুনা চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ। নির্মাতা জি. এম সৈকত জানান- দুই নাটকের গল্প দু’রকম। “সত্য-অসত্য” চারটি করে পর্ব নিয়ে একটি করে গল্প। প্রতি গল্পের বিভিন্নতা আছে। আর “বন্ধু তুমি” নাটকটি গ্রামীন পটভূমির গল্প। আশা করি দর্শকদের অনেক ভাল লাগবে।