
অনলাইন ডেস্ক ::
তরুণ সংগীতশিল্পী আহমেদ তোফায়েলের শিশুতোষ গান ‘ব্যাং ব্যাং’-এর মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে আগামী পহেলা বৈশাখ।
গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন রিমবিক, অনন্যা ও তাসনুভ। কথা ও সুর করেছেন আহমেদ তোফায়েল নিজেই। গানের মিউজিক করছেন তাসনুভ ও মিক্সিং মাস্টারিং রোকন ইমন। সোহানের ভিডিও পরিচালনায় গানে মডেল হিসেবে আছেন আহমেদ তোফায়েল ও মাহা।
এ বিষয়ে আহমেদ তোফায়েল বলেন, শিশুদের নিয়ে বাংলায় গান নেই বললেই চলে। সেই শূন্যতা পূরণের চেষ্টায় ‘ব্যাং ব্যাং’ গানটি করা। এর মাধ্যমে শিশুদের আনন্দ দিতে চেয়েছি।
পহেলা বৈশাখে ইউটিউব, দূরন্ত টিভিসহ অন্যান্য টিভিতেও গানটির ভিডিও দেখা যাবে। আর রেডিও স্টেশনগুলোতে অডিও শোনা যাবে।