
আব্দুর রহমান :
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদরাসা’র নব নির্মিত ৩য় তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা’র সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ দিলদার রহমান। উদ্বোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজে’র প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনে’র সদস্য সচিব কৃষিবিদ আজাদ মাহমুদ, প্রাক্তণ কোষাধ্যক্ষ কাজী সিরাজুল হক, সদস্য মাহাবুবর রহমান। আলোচন সভা’য় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুল হামিদ আজাদী, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক নূর আহম্মাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা নাসির উদ্দীন, সহকারী শিক্ষক মোঃ শহিদুল্লাহ, মাও: শহিদুল আলম, মোঃ মোমীন আলী, মিজানুর রহমান, মাওলানা তৈয়্যেবুর রহমান, আবুল বাশার, আব্দুল হামিদ, সাইফুল ইসলাম, সাজেদা খাতুনসহ মাদ্রাসা’র শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।