আয়ের রেকর্ড গড়ছে ‘বাগি-২’


497 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
আয়ের রেকর্ড গড়ছে ‘বাগি-২’
এপ্রিল ৪, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক ফাটলের গুঞ্জনটা অনেক দিন ধরেই চলছে! তবে তার প্রভাব বোধহয় একটুও পড়েনি এই জুটির নতুন মুক্তি পাওয়া সিনেমার ওপর।

বাগি-২ মুক্তির চারদিনেই রেকর্ড সংখ্যক আয় করেছে বলে ইন্ডিয়ান এক্সেপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। আয়ের এই ধারাবহিকতা বজায় থাকলে হয়তো শিগগিরই তা ‘পদ্মাবত’কে ছাড়িয়ে যাবে।

সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটার বার্তায়ও তেমনই আভাস দিয়েছেন। তিনি বলেছেন, সিনেমাটি মুক্তির মাত্র চারদিনেই রেকর্ড সংখ্যক আয় করেছে। সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

গত শুক্রবার মুক্তির দিনই ২৫.১০ কোটি রুপির ব্যবসা করে আহমদে খানের বাগি-২। শনিবার এটি ব্যবসা করে ২০.৪০ কোটি রুপি। মোট হিসেবে বাগি-২ এর রোববার ব্যবসার পরিমাণ দাঁড়ায় ২৭.৬০ কোটি রুপিতে। পরদিন সোমবার টাইগার-দিশার সিনেমাটি ১২.১০ কোটির ব্যবসা করে। শিগগিরই এটি ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ সালে মুক্তি পায় পরিচালক সাব্বির খানের সিনেমা ‘বাগি’। এতে টাইগার শ্রুফের বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর।