
রাশেদ রেজা তরুণ:
আন্তর্জাতিক বার্তা সংস্থার শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক এম কামরুজ্জামানকে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। তিনি সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক সমকাল, রেডিও টুডে”র সাতক্ষীরা জেলা প্রতিনিধ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ইউএনবি’র শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ঝাউডাঙ্গা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় এম কামরুজ্জামানকে অভিনন্দন জানানো হয়। একরামুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ খায়রুল ইসলাম,সাধারন সম্পাদক প্রভাষক রাশেদ রেজা তরুন, অর্থ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু ঘোষ, দপ্তর সম্পাদক মিলণ হোসেন, আব্দুল মোমিন, সোহাগ হোসেন, ওমর ফারুক বকুল প্রমুখ।