ইউএস-বাংলা দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় সরকার দেবে: নাসিম


451 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ইউএস-বাংলা দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় সরকার দেবে: নাসিম
মার্চ ১৬, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। আহতদের চিকিৎসাব্যয়ও সরকার বহন করবে।

শুক্রবার দুপুরে বার্ন ইউনিটে চিকিৎসাধীন শাহরিন আহমদেকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ তথ্য জানান। বিমান দুর্ঘটনায় আহত শাহরিনকে নেপাল থেকে দেশে এনে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। আহত আরও তিনজনকে শুক্রবার বিকেলে দেশে আনা হচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, আহতদের চিকিৎসায় কোনোভাবেই যেন গাফিলতি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য শয্যার পাশাপাশি বার্ন, অর্থোপেডিকসহ সংশ্নিষ্ট সব বিশেষজ্ঞ চিকিৎসক প্রস্তুত রাখা হয়েছে। আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।

সাংবাদিকদের জানানো হয়, বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অন্যরা সুস্থ আছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন, শরীরে পোড়ার ক্ষত ও পায়ের হাড়ে চিড় থাকলেও শাহরিন আশঙ্কামুক্ত। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে নেপালে আট সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসায় কাজ করছেন তারা।

বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, আহতদের চিকিৎসায় আগামীকাল রোববার মেডিকেল বোর্ড গঠন করা হবে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে শাহরিন আহমেদই বৃহস্পতিবার বিকেলে প্রথম দেশে ফেরেন। সোমবারের ওই দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি রয়েছেন।