‘ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে’


354 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
‘ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে’
মার্চ ১৫, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহমান :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী’র সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের নির্বাচনের দিন সঠিক ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এবারের নির্বাচনে প্রতিটি ইউনিয়নে ৫ থেকে ৮জন পর্যন্ত ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবে। আপনাদের অভিযোগ পাওয়ার সাথে সাথে ফোর্স চলে যাবে। সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন। তিনি আরো বলেন, পোলিং এজেন্টরা ভিতরে প্রবেশ করার পর তাদেরকে আর বাইরে যেতে দেওয়া হবে না এবং কোন দলের কাছ থেকে আপনারা আথিতিয়তা গ্রহণ করবেন না। ভোট কেন্দ্র ছেড়ে আপনারাও বাহিরে যাবেন না। আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা সাহসিকতার সাথে কাজ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কাজ করবেন।’