
স্টাফ রিপোর্টার :
জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতা আহত হয়েছেন। আহতের নাম আরিফ বিল্লাহ (২৬) পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক ও একজন পোল্ট্রি মুরগি ব্যবসায়ী। তিনি ইটাগাছা পশ্চিমপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুর রাজ্জাকের ছেলে ।
আহত আরিফ বিল্লাহ জানান, ইটাগাছা পশ্চিমপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে আফছার আলী ও আবজাল হোসেনের সাথে তার বাড়ির চলাচলের পথ নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে আরিফ বিল্লাহ সুলতানপুর বড় বাজার থেকে পোল্ট্রি মুরগি ক্রয় করে ভ্যান যোগে বাড়ি নিয়ে যাওয়ার সময় তার বাড়িতে প্রবেশের পথে আবজাল হোসেন বাধাদিলে আরিফ বিল্লা তাতে প্রতিবাদ করলে আবজাল হোসেন এবং আফছার আলী দু’ভাই মিলে লোহার রড এবং বাঁশের লাঠি নিয়ে আরিফ বিল্লার মাথায় আঘাত করে। এতে আরিফ বিল্লাহর মাথায় গুরুত্ব জখম হয়। পরে আহতের স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।